স্বামী মা’রা গেলে নাকের ফুল,কানের ফুল ও হাতের চুড়ি পরা জায়েজ কিনা, এ নিয়ে ইসলাম কি বলে।স্বামী মা’রা গেলে নাকের ফুল,কানের ফুল ও হাতের চুড়ি পরা নিয়ে ইসলাম কি বলে।আসুন জেনে নেই।স্বামীর মৃ’ত্যু পর ইদ্দত শেষ হওয়ার আগ পর্যন্ত কোন রকমের সাজসজ্জা বা অলংকার পরা উচিত নয়।এজন্য নাক ফুল,হাতের বালা,কানের চুল ও চেইন ইত্যাদি কিছুই পরা যাবে না।তবে ইদ্দত শেষ হওয়ার পর সব ধরনের অলংকার বা সাজসজ্জা করা যাবে।নারীর স্বামীর মা’রা গেলে ইদ্দত এর সময়সীমা থাকে চার মাস দশ দিন।
এই চার মাস দশ দিন পর্যন্ত অলংকার পরিধান বা সাজসজ্জা করা যাবে না।এই সময় পার হয়ে গেলেই পড়তে পারবে সব ধরনের অলংকার। এই সময় সীমা পর্যন্ত শুধু নিষেধাজ্ঞা থাকবে।এই বিষয় নিয়ে পবিত্র কুরআন এ বলা হয়েছে,’এবং তোমাদের মধ্যে যারা স্ত্রীদেরকে রেখে মৃ’ত্যুরমুখে পতিত হয়,তারা(বিধবাগণ)চার মাস ও দশ দিন প্রতীক্ষা করবে;অতঃপর যখন তারা স্বীয় নির্ধারিত সময়ে উপনীত হয়,তখন তারা নিজেদের সম্বন্ধে বিহিত ভাবে যা করবে,তাতে তোমাদের কোন দোষ নেই;এবং তোমরা যা করছো তদ্বিষয়ে আল্লাহ্ সম্যক খবর রাখেন।'(সূরা:বাকারা,অায়াত:২৩৪)। উম্মে আতিয়্যা (রঃ)হতে বর্নিত, নবী মোহাম্মদ (সঃ)ইরশাদ করেছেন,কোন স্ত্রী লোক স্বামী ব্যতীত অন্য কোন মৃ’ত্যুতে তিন দিন এর বেশি শোক প্রকাশ করবে না।তবে স্বামী মৃ’ত্যুর পর চার মাস ১০ দিন শোক প্রকাশ করবে।আর এই সময় সাদা পোশাক পড়বে,রঙ্গিন পোশাক পরবে না।আর সুরমা ব্যবহার এবং কোন রকম সুগন্ধি ব্যবহার করবে না।তবে হায়েয হতে পবিত্র হওয়ার পর সামান্য সুগন্ধি ব্যবহার করতে পারবে।(সুনানে আবু দাউদ, হাদিস নম্বর, ২৩০২)।
নারীর স্বামী মা’রা যাওয়ার চার মাস দশ দিন পর্যন্ত ইদ্দত পালন করবে। এই সময়ে বিয়ের প্রস্তাব এলেও বিয়ে করা যাবে না।আবার কোন নারী যদি গর্ভবতী নারীর স্বামী মা’রা যায় তাহলে বাচ্চা প্রসব না হওয়া পর্যন্ত বিয়ে করতে পারবে না।সেই নারীর বাচ্চা না হওয়া পর্যন্ত সাজসজ্জা করতে পারবে না।এটাই ইসলামের বিধান।এই বিধান দেওয়ার পিছনে অনেক যুক্তি সংগত কারনও রয়েছে।তবে এখানে মনে রাখতে হবে সাজসজ্জা করা এক কথা আর কানের দুল, নাক ফুল যেগুলো আছে বা স্বাভাবিক যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকা ভিন্ন কথা।যদি কারো স্বাভাবিক এমন অবস্থা মনে হয়, তাহলে তিনি সেই অবস্থাতেই থাকতে পারেন, কোন সমস্যা হবে না।এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই এটি নাজায়েজ কিছু নয়।তবে অতিরিক্ত বা বিশেষ কোন সাজসজ্জা করা যাবে না।