প্রিয়জনকে নিয়ে নিরাপদে থাকতে পারাই এবারর ঈদ।বিশ্বে বিরাজমান করোনা ভাইরাস (কোভিড-১৯) এর জন্য পুরো পৃথিবী থমকে আছে।ভাইরাসে আ”ক্রান্ত হার প্রতিনিয়তই জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে।আর মৃ’ত্যুর মিছিল যেনো কমছেই না।এই পরিস্থিতির স্বীকার এখন বাংলাদেশ ও। করোনাভাইরাস (কোভিড-১৯) অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ বলেন বিধায়, সং”ক্রমণ কমাতে সামাজিক দুরত্ব এর বিকল্প নেই। বিশ্বের অধিকাংশ মানুষ এখন গৃহবন্দী।সর্বপ্রথম চীনে ধরা পরা এই ভাইরাসে বিশ্বের প্রায় ২১৬ টি দেশ আ”ক্রান্ত।
এদিকে মুসলিম ধর্মের অন্যতম প্রধান উৎসব গুলোর মধ্যে ঈদুল ফিতর অন্যতম। আসন্ন ঈদে বিশ্বে বিরাজমান পরিস্থিতি কারনে চার দিকে আ”তংকে হাত ছানি। এই পরিস্থিতিতে প্রিয়জন নিয়ে নিরাপদে থাকাটাই হচ্ছে ঈদ। কারন ঈদ মানে হচ্ছে খুশি,আনন্দ, ত্যাগ। আর প্রিয়জন ভালো থাকলেই আমরা ভালো থাকি।
এবারের ঈদ প্রিয়জনকে নিয়ে নিরাপদে থাকার। আসন্ন ঈদকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ছাড়ছে হাজার হাজার মানুষ। করোনা পরিস্থিতির জন্য গণপরিবহন বন্ধ থাকলেও মানুষ বিভিন্ন উপায়ে ঢাকা ছাড়ছেন।এইসব মানুষকে সামলাতে হিমশিম খাচ্ছে আইন শৃংখলা বাহিনী।প্রতি নিয়ত ঝুঁ”কির মধ্যে পড়ছেন তারা।কয়েক হাজার পুলিশ ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছেন।পুলিশের আইজি বলেছেন,”যেখানে আছেন,সেখানেই থাকুন।মৃ”ত্যুর মিছিলে আপনি একটা সংখ্যা হলেও আপনার পরিবার এর কাছে পুরো একটা পৃথিবী।
বেচে থাকলে পরিস্থিতি ভালো হয়ে গেলে আবার এক সাথে আনন্দ করো।”আ’ক্রান্ত মানুষকে সেবা দিতে হাসপাতালে দিনের পর দিন পরিবার ছেড়ে দূরে আছেন ডাক্তার, নার্সসহ সেবা দেয়া স্বাস্থ্যকর্মীরা।তাই দেশটাকে ভালো রাখাতে হলে আগে ভালো রাখতে হবে পরিবার কে।প্রিয়জনকে নিয়ে সবাই সামাজিক দুরত্ব মেনে ঘরেই থাকি।প্রিয়জন ভালো থাকলেই ভালো থাকবো আমরা। ভালো থাকবে আমার দেশ।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে আমরা এখন দূরে থেকেও কাছাকাছি। আজকের দূরে থাকা আগামী দিনের কাছে থাকার জন্য।
নিজে সাবধানে থাকি সাবধানে রাখি আমাদের পরিবার কে।দেশের সেবায় নিয়োজিত নিরাপত্তা বাহিনী সদস্য, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক সহ অনেকেই এই ঈদে তারা মানব সেবায় কাটাবেন সেই সাথে তাদের পরিবার গুলাও।সুস্থ ভাবে বেচে থাকলে আগামী ঈদ এক সাথে উজ্বাপন করবো।আমি ভালো থাকলে ভালো থাকবে আমার পরিবার। সামাজিক দুরত্ব মেনে এবারের ঈদের নামাজ মসজিদে আদায় করতে বলা হয়েছে।এই ভাইরাসে আক্রান্ত হলে সর্বপ্রথম ঝুঁ”কিতে থাকে নিজের পরিবার।তাই প্রিয়জনকে নিয়ে নিরাপদে থাকাটাই এবারের ঈদ।