চারশো বছরেও আবিষ্কৃত হয়নি যে মহা”মারির টিকা তার নাম কি জানেন । আমেরিকার একজন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও মানবাধিকার কর্মী জর্জ ক্লোনে। জর্জ ক্লোনে বলেছেন, এটা আমাদের মহা”মারি, যে মহা”মারিতে আমরা সবাই আ’ক্রান্ত।অথচ গত ৪০০ বছরেও এ রোগের টিকা আমরা খুঁজে পাইনি। তিনি আরো বলেন, ” দেশে তৈরি হওয়া বর্ণবিদ্বেষ নামক এ মহামারির বিরুদ্ধে লড়তে হলে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।ডেইলি বিস্ট এ এক প্রতিবেদনে তিনি বলেন,পুলিশের হাতে জর্জ ফ্লয়েড হ’ত্যার পর থেকে জনগণ যে সহিংসতায় নেমে পড়েছে ও প্রতিক্রিয়া দেখাচ্ছে তার সমাধান করতে হলে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা, অপরাধের বিচার ও রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে ব্যবস্থাগত পরিবর্তন আনতে হবে। আমেরিকাসহ বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, জর্জ ফ্লয়েডকে হ’ত্যা করা হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা সকলেই দেখেছি জর্জ ফ্লয়েড তার শেষ নিঃশ্বাস নিয়েছে চার পুলিশ কর্মকর্তার হাতের ওপর।
তিনি বলেন, আমরা জানিনা এই প্রতিবাদী ক্ষোভ ও বিক্ষোভ কবে শেষ হবে তবে চাই আর কেউ যেন প্রাণ না হারায়। তিনি জোর দিয়ে বলেন, এটা আমাদের মহামারি, ৪০০ বছরেও যার কোনো টিকা আমরা খুঁজে পাইনি। ৫৯ বছরের ক্লোনে আগামী নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোট না দেওয়ার আহবান জানান এবং বলেন, ” আমরা সে ধরনের রাজনীতিবিদ চাই যারা সব নাগরিককে সমানভাবে দেখবে। এমন নেতা চাইনা যারা নিজেরাই ঘৃনা ছড়ায়।প্রসঙ্গত, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মেনিয়াপোলিসে জর্জ ফ্লয়েডকে পুলিশ হাতকড়া পড়িয়ে গলায় হাঁটু দিয়ে চেপে ধরে রাখার পরই শ্বাসরোধ হয়ে তার মৃ’ত্যু হয়।আর সেই ঘটনার মোবাইল ফুটেজ সামনে আসতেই জ্বলে ওঠা আগুন এখন ছড়িয়ে পড়তে শুরু করেছে অভিবাসীদের মধ্যে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী, গণতান্ত্রিক ও অর্থনৈতিক দেশ আমেরিকা। ২০১৪ সালের পর আবারও আমেরিকায় কৃষ্ণাঙ্গ হ’ত্যা হলো। এর প্রতিবাদে বিগত চারদিন ধরে চলা বিক্ষোভ (Protest in US) থামার নাম নেই।
আমেরিকার ক্রীতদাস প্রথার অবসান হয়েছে বহু বছর আগে, আব্রাহাম লিংকন এর সময়। এরপর কেটে গেছে বহু বছর। যুক্তরাষ্ট্র দেখেছে বারাক ওবামার মতো কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট কে। কিন্তু আমেরিকার কৃষ্ণাঙ্গ বিরোধী মনোভাব এর কোনো পরিবর্তন লক্ষনীয় নয়। এই ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে “3rd Degree” খু’নের মামলা দায়ের করা হয়েছে।